৬১ ভোটে দলীয় প্রার্থীকে হারিয়ে মুন্ডুমালার মেয়র সাইদুর

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১; সময়: ৯:২৭ অপরাহ্ণ |
৬১ ভোটে দলীয় প্রার্থীকে হারিয়ে মুন্ডুমালার মেয়র সাইদুর

নিজস্ব প্রতিবেদক : ৬১ ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে হারিয়ে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। এ পৌরসভা আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ছিলেন আমির হোসেন আমিন।

মুন্ডুমালা পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট। আর বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ কবীর ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট এবং স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান তার জগ প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৪৫৯ ভোট।

মুন্ডুমালা পৌরসভায় ১০টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন করা হয়। এর মধ্যে ৮টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ১০টি কেন্দ্রের পুরুষ-মহিলা মিলে ৫৩টি বুথে ভোটাররা ভোট দেন। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৪৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯৫১ জন।

  • 869
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে