পবায় নৌকা পেলেন ইয়াসিন, ধানের শীষ জেড

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১; সময়: ৯:৩২ অপরাহ্ণ |
পবায় নৌকা পেলেন ইয়াসিন, ধানের শীষ জেড

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের  মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। একই সঙ্গে এ উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী করা হয়েছে মামুনুর সরকার জেড। শনিবার আওয়ামী লীগ ও বিএনপি পৃথকভাবে তাদের প্রার্থী ঘোষণা করে।

পঞ্চম ধাপের রাজশাহীর দুইটিসহ ৩১ পৌরসভা এবং রাজশাহীর পবাসহ চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মোট ৩৮ জন প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।

অপরদিকে, শনিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মামুনুর সরকার জেডকে ধানের শীষের প্রার্থী মনোনীত করেছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান মারা যান। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২২ নভেম্বর তিনি মারা যান।

মুনসুর রহমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক। পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। তার মৃত্যুতে উপজেলা পরিষদের পদ শূন্য হয়। প্রেক্ষিতে এই উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী।

  • 230
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে