পদ্মা পাড়ে ঝাল-মুড়ি বিক্রি করে ভাইরাল আবিদ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১; সময়: ১০:১৪ অপরাহ্ণ |
পদ্মা পাড়ে ঝাল-মুড়ি বিক্রি করে ভাইরাল আবিদ

নিজস্ব প্রতিবেদক : চায়না শিডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী আবিদ রহমান রাজশাহীর পদ্মা পাড়ে ঝাল মুড়ি বিক্রি করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আবিদ চায়না শিডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশীপে চায়না শিডিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান আবিদ রহমান। করোনাভাইরাসের কারণে চায়নাতে যাওয়া হয়ে উঠে নি এ মেধাবী ছাত্রের। তাই অবসর এই সময়টাতে ভিন্ন ধর্মী উদ্দোক্তা হিসেবে নিজেকে আবিষ্কার করেন। রোববার রাজশাহীর পদ্মা গার্ডেন এলাকায় স্যুট-বুট পরে বিক্রি করছেন খুলনার বিখ্যাত চুই ঝালের ঝাল-মুড়ি।

জানা গেছে, যশোর অভায়নগরের সভ্রান্ত পরিবার থেকে উঠে আসা আবিদের বাবা প্রথম জীবনে শিক্ষক থাকলেও পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে ব্যবসার হাল ধরেছেন। মা ১৯৭৮ সালে এসএসসি পাশ করেছেন। বড় ভাই সিলেট কৃষি বিদ্যালয় থেকে বিএসসি ও জার্মানী থেকে এমএসসি করে হংকং সিটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। বড় ভাবি রাবি থেকে এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছেন। মেঝভাই খুলনা বিএল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে নগদে চাকুরী করেন।

  • 410
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে