নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আলোচনা সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নাটোরে অনুষ্ঠিত হয়েছে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক এক আলোচনা সভা। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, বিটিভি প্রতিনিধি জালাল উদ্দিন, বাসস প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন, এনজিও প্রতিনিধি শামীমা লাইজু নীলা , ক্যাবের সাধারণ সম্পাদক রইস উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না হলে শরীরে ২০০ প্রকার রোগের উৎপত্তি হতে পারে। এরফলে জনসাধারণের চিকিৎসা খাতে বাৎসরিক ১২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। ব্যক্তি স্বার্থ পরিহার করে জনস্বার্থ বিবেচনা করা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের কাংখিত লক্ষ্য অনেকটাই নিশ্চিত করা সম্ভব।

কৃষি-বান্ধব বর্তমান সরকারের কার্যকর ভূমিকার কারনে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন ‘খাদ্যের নিরাপদতা’ নিশ্চিত করা। জনস্বার্থে ভেজাল ও দুষণমুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করেছে এবং ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। ব্যক্তি স্বার্থ পরিহার করে জনস্বার্থ বিবেচনা করা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের কাংখিত লক্ষ্য অনেকটাই নিশ্চিত করা সম্ভব।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে