মান্দায় খামারীদের তিনদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
মান্দায় খামারীদের তিনদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় খামারীদের তিনদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক ডা. প্রাণকৃষ্ণ হাওলাদার।

এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমান্য চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. শায়লা শারমিন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মুবিন ও ডা. মেরাজ হোসেন মিজবাহ, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারন) দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু প্রমুখ।

সংশ্লিস্ট সূত্র জানায়, তিনদিন ব্যাপি এ প্রশিক্ষণে উপজেলার ২৫ জন খামারী অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে ৫ ব্যাচে ১২৫ জন খামারীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

  • 86
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে