চাঁপাইনবাবগঞ্জের নচোল পৌরসভা নির্বাচনে ৫০ জনের মনোনয়নপত্র দাখিল 

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১; সময়: ৯:৩৬ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জের নচোল পৌরসভা নির্বাচনে ৫০ জনের মনোনয়নপত্র দাখিল 
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগামী ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সহকারী রিটানিং অফিসার আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত, মেয়র পদে আওয়ামীলীগের (নৌকা প্রতীকে) মনোনয়নপত্র জমা দিয়েছেন, আব্দুর রশিদ খান(ঝালু), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে মাসউদা আফরোজ হক শুচি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতবারের নিকটতম প্রতিদ্বন্দ্বী আমানুল্লাহ্ আল মাসুদ ও ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন রেজাউল করিম বাবু। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে  সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন ও সরক্ষিত কাউন্সিলর পদে ৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র জামাদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, যুগ্ন সম্পাদক কে এ জোহা পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীগণ।
অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মজিদুল হক, বিএনপি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক নিলুফা ইয়াসমিন, রাজশাহী সিটি কপৌরেশনের সংরক্ষিত কাউন্সিলর সামসুন্নাহার, ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সহ-সভাপতি রবিন ও জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজসহ দলের নেতা-কর্মীবৃন্দ।
সতন্ত্রী প্রার্থী আমানুল্লাহ আল মাসুদের জমাদান কালে উপস্থিত ছিলেন, অ্যাড.মিজানুর রহমানসহ কর্মীবৃন্দ। শেষ পর্যায়ে রেজাউল করিম বাবু মনোনয়ন পত্র জমাদেন। এসময় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • 79
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে