বিশ্বে ৩য় স্থান অধিকার করে তাম্রপদক পেলেন শিবগঞ্জের রোকিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১; সময়: ৯:৪০ অপরাহ্ণ |
বিশ্বে ৩য় স্থান অধিকার করে তাম্রপদক পেলেন শিবগঞ্জের রোকিয়া

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ডব্লিউএমডিও ইন্টারন্যাশনাল অল মেরিটিয়ার আর্টস অনলাইন ই চ্যাম্পিয়নশীপ ২০২১ এ সারাবিশ্বে ৩য় স্থান অধিকার করে তাম্রপদক অর্জন করেছে, শিবগঞ্জের স্বর্ণকিশোরী মোসা. রোকিয়া খাতুন (২১)।

বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত এ খেলায় বিশ্বের ১১টি দেশের ও বাংলাদেশের ৬৪টি জেলা থেকে শত শত কিশোর-কিশোরী অংশ গ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশে একাই ও বিশ্বে ৩য় হয়ে ব্রোঞ্চ (তাম্র) পদকপ্রাপ্ত হয়েছে।

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের নিরালা গুচ্ছ গ্রামের দরিদ্র ও রিক্সাচালক মন্তাজ আলি ও গৃহিনী শাহাজাদী বেগমের ৩য় সন্তান রোকিয়া। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী তার অনুভুতিতে জানান, দরিদ্রতা সফলতা অর্জনে কিছুটা বিঘ্ন ঘটালেও মেধাকে বাধা দিতে পারে না। জীবন সংগ্রামের মাধ্যমে প্রমাণ করাই হচ্ছে আমার লক্ষ্য ও উদ্দেশ্য। গত ২৫ জানুয়ারি অনলাইনের মাধ্যমে নিজ ঘরে অবস্থান করেই এ খেলায় অংশ গ্রহণ করি।

ফলাফল ঘোষণা হয় গত ৩০ জানুয়ারি। উল্লেখ্য, রোকিয়া খাতুন ২০১৪ থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত মোট ২৫টি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তার মধ্যে ১২টিতে স্বর্ণপদক, ১০টিতে রৌপ্য পদক ও ৩টিতে তাম্রপদকসহ মোট ২৫টি পদক অর্জন করে। ডব্লিউএমডি ও ইন্টারন্যাশনাল অল মেরিটিয়ার আর্টস অনলাইন ই চ্যাম্পিয়নশীপ খেলাটি বাংলাদেশ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্থান, জাপান, ভিয়েতনাম, ভারত, আফগানিস্থান, অষ্ট্রোলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে।

  • 62
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে