বগুড়ায় নাইট গার্ড হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে সিআইডি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১; সময়: ৮:১৪ অপরাহ্ণ |
বগুড়ায় নাইট গার্ড হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক : বগুড়া নিউমার্কেটের নদী বাংলার সিকিউরিট গার্ড কুদ্দুস হত্যা মামলার প্রধান আসামী সেলিমকে গ্রেপ্তার করেছে সিআইডি বগুড়া। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বগুড়া সিআইডি পুলিশ।

২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারী রাত্রী আনুমান ৮ টার সময় ডিউটি শেষে বগুড়া নিউমার্কেটের নদীবাংলার সিকিউরিট গার্ড বগুড়া শিবগঞ্জ এলাকার পঞ্চদাস বাখরাবাদ গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র কুদ্দুস (৩৫) বাইসাইকেল যোগে বাড়ী ফেরার পথে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা সরকারী আ: হক কলেজের বিজ্ঞানাগারের পেছেন উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। দুস্কৃতিকারীরা সিকিউরিট গার্ড কুদ্দুসের ব্যবহৃত বাইসাইকেল এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছোটভাই মোতালেব বাদী হয়ে বগুড়া সদর থানার মামলা নম্বর ৪৮ তারিখ ১৫/২/২০১৭ খ্রি: ধারা ৩০২/৩৪ পিসি দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার বগুড়া সদর থানার ভুতপূর্ব এসআই মোঃ আল মামুন ২০১৭ সালের ২ এপ্রিল ঘটনায় জড়িত বাপ্পি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে।

বাপ্পি ঘটনার কথা স্বীকারসহ অন্যান্য জড়িত আসামীদর নাম প্রকাশ করে বিজ্ঞ আদালতে কা:বি: ১৬৪ ধারায় জবানবিন্দ প্রদান করে। দির্ঘদিন অতিবাহিত হওয়ার পরও বগুড়া সদর থানা পুলিশ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে না পারায় পুলিশ হেডকোয়াটর্স মামলার তদন্তভার সিআইডি বগুড়ায় অর্পন করে। ২০১৮ সালের ৩ জুলাই মামলাটির তদন্তভার সিআইডি গ্রহন করে তদন্ত শুরু করে।

সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় তথ্য প্রযুক্তির ব্যাবহারসহ বিজ্ঞানভিত্তিক তদেন্তর মাধ্যমে প্রায় ৪ বছর পর সিআইডি বগুড়া’র তদন্তকারী অফিসার এসআই মুহাম্মাদ আলতাফ হোসাইন গতকাল ভোর রাত্রে ঘটনায় জড়িত মুল হোতা সাবরুল উত্তরপাড়া গ্রামের মো: নুর ইসলামের ছেলে মো: সেলিম (৩০)-কে সাবগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে আজ ৩ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। অচিরেই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার সম্ভব হবে বলে তদন্তকারী অফিসার জানিয়েছেন।

  • 93
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে