শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর গণসংযোগ ও পথসভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১; সময়: ৯:০২ অপরাহ্ণ |
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর গণসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : আসন্ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চান।

এ সময় তিনি উন্নয়নের ধারা বজায় রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নৌকা প্রতীককে বিজয়ী করার অনুরোধ জানান। এছাড়া পৌরসভার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হতে চান। গণসংযোগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, যুবলীগ নেতা নয়ন খান, মো. ইব্রাহিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলী রাজসহ স্থানীয় আওয়ামী লীগ এবং মহিলা লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ অব্যহত রেখেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন। বৃহস্পতিবার দিনব্যাপি মোবারকপুর ইউপির সাহেব গ্রাম, গোয়াবাড়ি চাঁদপুর ও মোবারকপুর মিঞাটোলাসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় তিনি বলেন, উন্নয়ন মার্কা হচ্ছে নৌকা। সুতরাং নৌকাকে বিজয়ী করলে দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতীকের ভোট দেয়ার আহবান জানান তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক অব্যহত রেখেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হাসান আনু মিঞা। বৃহস্পতিবার বিকেলে চককীর্তি ইউপির ধাপা পুকুর এলাকায় নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ার হাসান আনু মিঞা। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। দলীয়ভাবে আনোয়ার হাসান আনু মিঞাকে সমর্থন জানিয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

  • 192
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে