পদ্মায় জেলের জালে ৩৪ কেজির বাগাড়

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১; সময়: ২:৪১ অপরাহ্ণ |
পদ্মায় জেলের জালে ৩৪ কেজির বাগাড়

পদ্মাটাইমস ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার ভোরে স্থানীয় জেলে হালদার সাদ্দাম সরদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দেলোয়ার সরদারের আড়তে বিক্রির জন্য আনা হয়। ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বাগাড়টি ১২০০ টাকা কেজি দরে কিনে নেন। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি অনেক দিন হলো বড় মাছ পাই না, আজকে এ মাছটি পেয়ে ভালোই লাগছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাড়, বোয়াল, কাতলসহ নানান প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলেরা খুব খুশি।

  • 173
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে