শিবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ইভিএম, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১; সময়: ৪:১৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ইভিএম, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : রাত পোহালেই রোববার অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ভোট। এই নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ইলেট্রনিক ভোটিং মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম।

শনিবার দুুপুরের পর মোট ১৫টি ভোট কেন্দ্রে পাঠানো হয় এ ভোটিং মেশিন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫টি কেন্দ্রের জন্য মোট ১৫৫টি ভোটিং মেশিন পাঠানো হয়। নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এ জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া র‌্যাব-পুলিশের পাশাপাশি, ২ প্লাটুন বিজিবি, আনাসার ও ডিবি পুলিশ সদস্য কাজ করছেন। নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচনে মোট ৩২ হাজার ৯’শ ৭৯ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৪৩২ জন ও ১৬ হাজার ৫৪৭ জন নারী ভোটার প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে