বিশ্ব ভালেবাসা দিবসে রাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১; সময়: ৮:৪২ অপরাহ্ণ |
বিশ্ব ভালেবাসা দিবসে রাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, রাবি : বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এছাড়া আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে ক্যাম্পাস ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পদ্মা টাইমসকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

প্রক্টর বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে রাবিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন সব প্রকার অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধরনের দোকান স্থাপন ও আতশবাজি ফোটানো যাবে না।’

তিনি আরো বলেন, ‘এদিন বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা চাইলে আইডিকার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে, তবে সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। এদিন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ আইডি কার্ড চেক করবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যাদের আইডি কার্ড নেই, সেক্ষেত্রে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যেকোন ডকুমেন্ট দেখাতে হবে।’

  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে