হরিজন সম্প্রদায়ের সাথে নির্যাতন প্রতিরোধে এসিডির সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১; সময়: ৭:৩৭ অপরাহ্ণ |
হরিজন সম্প্রদায়ের সাথে নির্যাতন প্রতিরোধে এসিডির সভা

নিজস্ব প্রতিবেদক : জেন্ডারভিত্তিক নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে হরিজনপল্লীতে ইয়ুথদের (যুব দল) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ইয়ুথ দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। হরিজনপল্লী সোসালাইজেশন সেন্টারে শারীরিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এই সভার আয়োজন করা হয়।

এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট-এসিডির আয়োজনে ও ব্র্যাক এর সহযোগিতায় ইয়ুথ দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা ও করণীয় ঠিক করা হয়।

দলের সদস্যরা তাদের কমিউনিটির বিভিন্ন সমস্যা যেমন বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, মাদক, কুসংস্কার ইত্যাদি বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য করণীয় ঠিক করেন।

সঞ্চালক পরিচয় পর্বের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা ঘোষণা করেন। এরপর সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আলোচনা শুরু করেন।

এরপর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন ধরনের ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। ভিডিও চিত্র প্রদর্শণী শেষে সদস্যদের মতামত জানতে চাওয়া হয়। সকলেই স্বতস্ফ’র্তভাবে তাদের মতামত ব্যক্ত করেন।

  • 106
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে