নওগাঁয় ২৩ হাজার মানুষের করোনা প্রতিরোধক টিকা গ্রহণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১; সময়: ১:৩৭ অপরাহ্ণ |
নওগাঁয় ২৩ হাজার মানুষের করোনা প্রতিরোধক টিকা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ৯ দিনে আগ্রহী হয়ে প্রায় ২৩ হাজার মানুষ করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। টিকা নিতে আগ্রহীদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। টিকা আসা মানুষরা জানান, সুন্দর পরিবেশে পুরুষ ও নারীদের পৃথক ভাবে টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহণের সরকারি নির্দেশনা সময় পর্যন্ত বসে থেকেছেন।

টিকা গ্রহণকারিদের শারীরিক কোন অসুবিধা হয়নি এবং যারা টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণ করে দেশকে করোনা ভাইরাস মুক্ত রাখতে এগিয়ে আসার অনুরোধ করেন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-ই-মোর্শেদ জানান, নওগাঁয় সদরসহ ১১টি উপজেলায় গত ৯ দিনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রায় ২২ হাজার ১শত ৯নয় মানুষ করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণের এখন পর্যন্ত কোন বড় ধরণের কারো শারীরিক সমস্য দেখা দেয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে