রাজশাহীতে নারীর নাম, ছবি ব্যবহার করে ফেক ফেসবুক খুলে হয়রানির অভিযোগে দম্পত্তি গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১; সময়: ১২:২৩ পূর্বাহ্ণ |
রাজশাহীতে নারীর নাম, ছবি ব্যবহার করে ফেক ফেসবুক খুলে হয়রানির অভিযোগে দম্পত্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক নারীর নামে ফেসবুকে ফেক আইডি খুলে ওই নারীর বিভিন্ন ছবি ও মোবাইল নাম্বার দিয়ে ভূয়া আইডি পরিচালনা করার অপরাধে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট। শুক্রবার তাদের বাড়ি থেকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনা সূত্রে জানান গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এর ডিজিটাল জালে আটক স্বামী-স্ত্রী। রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় বসবাস করতেন এই দম্পতি। প্রতিহিংসাপরায়ণ ও অসৎ উদ্দেশ্যে অন্য এক মহিলার নামে ফেইক আইডি খুলিয়া অনুমোদনবিহীনভাবে তার বিভিন্ন ছবি ও মোবাইল নাম্বার ঐ ভুয়া আইডিতে পোস্ট করে নিয়মিত হেনস্থা করতেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এই দম্পতিকে শনাক্ত করে এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় আটক করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে এই দম্পতির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ এএসপি উৎপল চৌধুরী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে