বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচী পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১; সময়: ১:১০ অপরাহ্ণ |
বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দেশের সকল ভাষা শহীদদের স্মরণে রাত ১২ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়েছে।

সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শহীদদের স্মরণে কালো পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুলের সভাপতিত্বে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উক্ত স্মরণ সভায় সংক্ষিপ্ত আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সদস্য আশরাফুল ইসলাম, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ পৌর যুবলীগ নেতা আইনুল হক প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আলোচনার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে