পবায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচী পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১; সময়: ১:৪৮ অপরাহ্ণ |
পবায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়াও জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শহীদদের স্মরণে কালো পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, সহকারি কমিশনার ভূমি শেখ এহেসান উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বশরী, পবা উপজেলা সাব রেজিষ্ট্রার রওশান আরা বেগম, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, নওহাটা পৌর নবনির্বাচিত মেয়র হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, কাশিয়াডাঙ্গা ওসি এসএম মাসুদ পারভেজ, পবা ওসি শেখ গোলাম মোস্তফা।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাউন্সিলর আজিজুল হক, পবা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান তারেকসহ শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় ব্যক্তিবর্গ।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম গোলাম মাওলা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে