ভাষা দিবসে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের শ্রদ্ধা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১; সময়: ৪:২৫ অপরাহ্ণ |
ভাষা দিবসে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। রবিবার প্রথম প্রহরেই রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলার দামাল ছেলেরা। বাংলা ভাষার জন্য আত্মত্যাগী সকল শহীদকে যথাযথ সম্মান প্রদর্শন করা বাঙলি জাতির নৈতিক দায়িত্ব।

সর্বত্র বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে ভাষা সৈনিক মনোয়ারা রহমানের সন্তান সাইদুর রহমান বলেন, বিদেশী ভাষা ও সংস্কৃতি সকল জায়গা দখল করে নিয়েছে। যা খুবই দুঃখজনক। আধুনিকতার ছোয়ায় অন্য ভাষা চর্চা হলেও আমাদের মায়ের ভাষা বাংলা আরো বেশি চর্চা করতে হবে। ইংরেজি বা অন্য ভাষা বাদ দিয়ে সকল প্রতিষ্ঠানে বাংলাকেই প্রতিষ্ঠিত করার দাবি জানান তিনি।

এ সময় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন, ফারুক আহম্মেদ, জামিল হোসেন জনি, সাগর নোমানী, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদার, হানিফ চৌধুরী, নাইম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে