পুঠিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১; সময়: ৬:২৮ অপরাহ্ণ |
পুঠিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম প্রহরে মাতৃভাষার জন্য আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়য়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, সহকারি কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা মৎস অফিসার ওমর আলী, কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম, পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রাহমান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন, বইপড়া, দেশাত্মবোধক সংগীত, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে