বাগমারায় আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং সহনশীলতা বিষয়ক সংলাপ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১; সময়: ৫:৪৭ অপরাহ্ণ |
বাগমারায় আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং সহনশীলতা বিষয়ক সংলাপ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার এর সভাপতিত্বে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা এগারোটা থেকে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

দি এশিয়া ফাউন্ডেশন রাজশাহীর প্রজেক্ট অফিসার মোশারফ হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দি এশিয়া ফাউন্ডেশন রাজশাহীর প্রজেক্ট অফিসার মিতা সরকার, বাগমারার ফিল্ড অ্যাসিসটেন্ট চম্পা রানী রিংকু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শুনীল কুমার কুন্ডু, পূজাঁ উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সিংহ, মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, ঈমাম আব্দুস সোবহান, লিয়াকত আলী, আব্দুল আজিজ, লিড পিস কিপার রাশেদুল হক ফিরোজ, অধ্যাপক অরুন কুমার, প্রধান শিক্ষক নাজমা খাতুন, প্রভাষক রিনা খাতুন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ মোহাম্মাদুল্লাহ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সমরেশ কুমার সরকার, পুরোহিত কুশকুমার মৈত্র, কমিউনিটি পিস কিপার কারিমা খাতুন প্রমুখ।

সংলাপে বাগমারা উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতির বর্তমান অবস্থা, আন্তঃধর্মীয় সংঘাতের ঘটনা, আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতা, আইন শৃংখলা বাহিনীর ভূমিকা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও নারীদের ভূমিকা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় যুব সমাদের ভূমিকা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে