রাবির সকল পরীক্ষা স্থগিত ঘোষণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১; সময়: ৮:২৩ অপরাহ্ণ |
রাবির সকল পরীক্ষা স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাবি : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার পদ্মা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে সকল পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার যে নির্দেশনা দেন তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া একাডেমিক কাউন্সিলে ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল সেটিও স্থগিত রাখা হল।’

এর আগে সোমবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে পাঠদান শুরু হবে এবং ১৭ মে আবাসিক হল খুলবে বলে জানান। এসময় সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সকল বর্ষের ২০১৯ সালে আটকে থাকা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পরবর্তী সভায় ২০২০ সালের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের কথা ছিল।

  • 404
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে