সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরি আতঙ্কে শিশু ওয়ার্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরি আতঙ্কে শিশু ওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানু থেকে মাহিম (২২) দিনের শিশু চুরি হয়েছে। চুরি হওয়ার ঘটনায় শিশু ওয়ার্ডে চোর আতংক বিরাজ করছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী)  দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এঘটনা  ঘটে। চুরি হওয়া শিশু উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে।

শিশু ফাহিমের মা শারমিন জানান, ঠান্ডা জনিত কারনে ৬দিন আগে হাসপাতালে ভর্তি হই। মঙ্গলবার দুপুরে শিশুর কাপড় ধোবার জন্য বাহিরে যাই। পরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজা খুজি করার পরেও পাওয়া যায়নি শিশুটি। তিনি আরও বলেন, শিশু ওয়ার্ডের ডাক্টর নার্সদের অবহেলার কারনে আমার ছেলেটা হারিয়ে গেল।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাইফুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়ে পুলিশকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে