রাজশাহীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেশবপুর প্রিমিয়ার লিগ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২১; সময়: ৮:২৭ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেশবপুর প্রিমিয়ার লিগ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে কেশবপুর তরুণ সমাজের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ‘কেশবপুর প্রিমিয়ার লিগ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর হেলেনাবাদ কলোনীর মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কমিশনার রুহুল আমিন টুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় রাশেদুল হাসান শামীম, বিশিষ্ট সমাজসেবক সালাম খান, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষক মখলেসুর রহমান প্রমূখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় কেশবপুর রাইডার্স ও কেশবপুর কিংস অংশগ্রহণ করে। টসে জিতে কেশবপুর রাইডার্স ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ইনিংস শেষে ১২ ওভারে ৭৫ রান সংগ্রহ করে।

জবাবে কেশবপুর কিংস ১২ ওভারে ৭২ রান সংগ্রহ করে। ফলে কেশবপুর রাইডার্স ৩ রানে জয়লাভ করে এবং এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় কেশবপুর কিংস।

উল্লেখ্য, গত ১৯ মার্চ এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। এ টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে