পুঠিয়ায় মাস্ক না পরে দোকানদারী করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
পুঠিয়ায় মাস্ক না পরে দোকানদারী করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে পুঠিয়ায় মাস্ক না পরে দোকানদারী করা ও জনসাধারণ ব্যক্তিদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে বানেশ্বর বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১০ জনকে ৮ হাজার টাকা ও ৮জনকে ৭ হাজার টাকা মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় পুুুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এই জরিমানা করেন। সঙ্গে ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন ও সঙ্গীয় ফোর্স।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ জানান, সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালিত হয়েছে। যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন ও কয়েক জনকে জরিমানা করা হয়েছে। ঘরের বাইরে মাস্ক ছাড়া কেউ যেন বের না হয় সেজন্য অনুরোধ করা হয়েছে।

মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের সতর্ক করতে এই পদক্ষেপ নেওয়া হয়। রাস্তার ধারে যারা ফুটপাত দখর করে রেখেছে তাদের মালামাল সরাতে বলা হয়েছে। পাশাপাশি বানেশ্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১৮ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

  • 418
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে