গোদাগাড়ীতে মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা ও একজনকে কারাদন্ড

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১; সময়: ৭:২২ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা ও একজনকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে লকডাউনের প্রথম দিনে মাস্ক না পরে বাইরে ঘুরে বেড়ানোর সময় হাতেনাতে ধরা পড়ায় ১১ জনকে আর্থিক জরিমানা এবং একজনকে ১০ দিনের জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদর ডাইংপাড়া বাজার ও মহিশালবাড়ী এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

২০১৮ সালের সংক্রমণ রোগ (প্রতিরোধ নির্মূল ও নিয়ন্ত্রণ) আইনের ধারা ২৫ এবং ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় এসব জরিমানা করেন তিনি। এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য কয়েকজনকে সতর্ক করা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষ্যে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন। করোনার ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • 133
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে