মান্দায় স্বাস্থ্যবিধি মানাতে মাঠে উপজেলা প্রশাসন

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১; সময়: ৭:২৪ অপরাহ্ণ |
মান্দায় স্বাস্থ্যবিধি মানাতে মাঠে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় লকডাউনের আগে থেকেই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে পথচারিদের মাঝে মাস্ক বিতরণসহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার প্রতিদিনই বাড়ছে। জনসচেতনতা ছাড়া এ রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। এ লক্ষ্য নিয়ে স্বাস্থ্যবিধি মানাতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে প্রসাদপুর বাজারের কসমেটিকস, মোবাইলফোনের দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

এ সময় মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নিলয় কুমার প্রামানিক, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে