গোদাগাড়ীতে মুরগীর দাম বেশি নেয়াই ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে মুরগীর দাম বেশি নেয়াই ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ১২ টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের চান্দলাই নজরুল ইসলামের বাড়ীতে বিয়ে উপলক্ষ্য অনুষ্ঠানের আয়োজন করে আমস্ত্রিত অতিথিদের খাওয়া- দাওয়া করাছিল।

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার ভুমি তাছমিনা খাতুন। সরকারী নির্দেশ অমান্য করে দন্ডবিধির ১৮৬০ সালের ২৭৯ ধারায় নজরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রট তাছমিনা খাতুন বলেন, লকডাউনে বিয়ের অনুষ্ঠান বন্ধ রয়েছে।

এদিকে পোল্টি মুরগী বেশি দামে বিক্রি করায় দুইজনকে ৩ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম। দন্ডপ্রাপ্তরা হচ্ছে পৌর এলাকার ডাইংপাড়া বাজারের মুরগী ব্যবসায়ী ইসরাইল ও আলী আজম।

  • 143
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে