বেলকুচিতে নির্দেশনা অমান্য করে মাটি উত্তোলন করায় জেল-জরিমানা

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১; সময়: ৬:৩৩ অপরাহ্ণ |
বেলকুচিতে নির্দেশনা অমান্য করে মাটি উত্তোলন করায় জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজগড়া বেড়িবাধ এলাকায় প্রশাসনের নির্দেশ অমান্য করে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি মহল। শুক্রবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় বালুবাহী একটি ট্রাক ড্রাইভারকে ১৫ দিনের কারাদন্ড ও বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন- বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে ট্রাক ড্রাইভার আয়ুব আলী (৪০) ও তেঁয়াশিয়া গ্রামের ট্রাক মালিক ও অবৈধ বালু ব্যবসায়ী নুরন্নবী হোসেন।

বেলকুচি উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া বেড়িবাধে স্থানীয় প্রভাবশালী দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাজী বদিউজ্জান ফকির ও তার ভাই আব্দুল মান্নান ফকির প্রভাব খাটিয়ে বাধ সংশ্লিষ্ট যমুনা থেকে বালু তুলে ট্রাক দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।

এর আগে বৃহস্পতিবার বেলকুচি উপজেলা এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ তাদেরকে মাটি উত্তোলন বন্ধে সতর্ক করে দেন। তারপরও এ নির্দেশনা অমান্য করে শুক্রবার সকাল থেকেই আজগড়া ঐ এলাকা থেকে বালু তুলছিলেন তারা। এজন্য হুমকিতে থাকা বেড়িবাধ, সরকারী ভেটেনারী কলেজ ও মৎস্য ইনস্টিটিউট রক্ষায় শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতে নাতে ধরে এক ট্রাক ড্রাইভারকে ১৫ দিন কারাদন্ড ও বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ বলেন, এ ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।

  • 594
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে