মান্দায় আদিবাসী উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
মান্দায় আদিবাসী উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ‘আদিবাসী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ঘাটকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪০টি পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি নৃপেন্দ্রনাথ মুন্ডা, সহসভাপতি অলিপ কুমার পাহান, সাধারণ সম্পাদক অলিপ পাহান, সদস্য সৌখিন কুমার পাহান, বৈদ্যপুর বিএম কলেজের প্রভাষক রাম গোপাল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আদিবাসী উন্নয়ন সংস্থার সদস্যরা উপজেলার মান্দা সদর, পরানপুর ও ভালাইন ইউনিয়নের ৪০ পরিবারের মাঝে ৩ কেজি আটা, আধা কেজি ডাল ও ১টি করে মাস্ক বিতরণ করেন।

সংগঠনের সভাপতি নৃপেন্দ্রনাথ মুন্ডা জানান, মান্দা এসসি মডেল পাইলট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমার দুই বছরের জন্য লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে সংগঠনটি।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে