শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল ঢেউটিন ও খাদ্য সামগ্রী

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১; সময়: ৪:০৮ অপরাহ্ণ |
শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল ঢেউটিন ও খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ওই সব পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলামসহ অন্যরা। প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও খাদ্য সামগ্রী দেয়া হয়।

উল্লেখ্য, গেল ২৫ মার্চ দুপুরে চৈত্রের দাবাদাহে চুলা থেকে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আশপাশের ১৩টি পরিবারের বাড়িঘর ভষ্মিভূত হয়। ওই সময় তাৎক্ষণিক প্রত্যেক পরিবারকে দুটি কম্বল, চাল ও ডালসহ শুকনো খাবার বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।

  • 64
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে