নওগাঁর মহাদেবপুরে নিউ স্টার হোটেলের ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১; সময়: ৫:১১ অপরাহ্ণ |
নওগাঁর মহাদেবপুরে নিউ স্টার হোটেলের ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে অপরিস্কার ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাসষ্ট্যান্ডে অবস্থিত নিউ স্টার হোটেলের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের বাজারে মোবাইল কোর্ট, জনসচেতনতামূলক ক্যাম্পেইন এবং পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার তদারকি করা হয়।

এ সময় বাসষ্ট্যান্ডে অবস্থিত নিউ স্টার হোটেলে স্বাস্থ্যবিধি না মেনে অপরিস্কার ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা এবং দণ্ডবিধির ২৬৯ ধারায় ৪ টি মামলায় ৬১০ টাকা সহ মোট ২০ হাজার ৬১০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করা হয়েছে।

মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জনগনের উদ্দেশ্যে বলেন, “মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন। নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন” তিনি আরো জানান, রমজানের পবিত্রতা রক্ষায় নিয়মিত দ্রব্যমূল্যের বাজার তদারকি করা হবে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • 73
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে