হাজার টাকা মণে ধান কেনা হবে : কৃষিমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১; সময়: ৫:৩৯ অপরাহ্ণ |
হাজার টাকা মণে ধান কেনা হবে : কৃষিমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : সরকারের ধানের ক্রয়মূল্য নির্ধারণ সম্পর্কে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এমন দাম দিব যাতে কৃষকরা খরচ তুলেও লাভ করতে পারে। কৃষক যাতে এক হাজার টাকার কম না পায় সেই দামে আমরা ১৪ লাখ টন ধান কিনব।’

আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধানকাটা পরিদর্শন শেষে সাংবাদিকদের কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলামের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চাচ্ছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সরকারের পতন ঘটাতে চাচ্ছে। আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। সরকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহ তাদের বাংলার মাটি থেকে নির্মূল করা হবে।’

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘হেফাজতের শিকড় যত গভীরেই হউক, তার মূল উৎপাটন করা হবে। আমরা যেমন আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করেছি, তেমনিভাবে তাদের বাংলার মাটিতে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার করা হবে।’

ধানকাটা উৎসব অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী পরে নিজে বোরো ধানকাটার উদ্বোধন করেন। এ সময় হারভেস্টার মেশিনের মাধ্যমে হাওরের ধানকাটা পর্যবেক্ষণ করেন তিনি। হবিগঞ্জ জেলায় চলতি বছরে এক লাখ ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে