লালপুরে ভেজাল গুড় তৈরীর অপরাধে জেল ও জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
লালপুরে ভেজাল গুড় তৈরীর অপরাধে জেল ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে রবিউল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনি লালপুর উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মির্জা সালাহউদ্দনি জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল উপজেলার এয়ারপোর্র্ট মোড় এলাকায় রবিউল ইসলামের কারখানায় অভিযান চালায়।

এসময় প্রায় ১২ হাজার কেজি ভেজাল গুড়, ১০ কেজি আটা, ১২ কেজি ফিটকিরি ও ৯০০ কেজি চিনিসহ গুড় ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার রবিউল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

এসময় ভ্রাম্যামাণ আদালতের নির্দেশে জব্দকৃত চিনি প্রকাশ্য নিলামে বিক্রি করে ৫০ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়। এছাড়া অন্যান্য আলামত ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে