তাহেরপুরে পেট্রোলের দোকানে অগ্নিকান্ডে তিনজন আহত

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১; সময়: ৮:২১ অপরাহ্ণ |
তাহেরপুরে পেট্রোলের দোকানে অগ্নিকান্ডে তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলার তাহেরপুর পৌরসভা বাজারে একটি পেট্রোলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও দাবি স্বজনদের।

জানা যায়, তাহেরপুর বাজারের দূর্গাপুর রোডে মন্ডল স্টোর নামের একটি পেট্রোল, ডিজেল ও অন্যান্য সামগ্রীর দোকানে কিছু বুঝে ওঠার আগেই আগুন লাগে। এসময় পেট্রোলের কন্টেইনারে আগুন লেগে আশেপাশে দ্রুত ছড়িয়ে যায়।

স্থানীয় লোকজন প্রাথমিকভাবে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে বাগমারার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে আগুনে দোকান মালিক দূর্গাপুর উপজেলার গনকৌড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহরাব হোসেন বাচ্চু (৫৮) গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করতে এসে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়াগ্রামের কাঠমিস্ত্রি শাহিন আলম (৪২) এবং দোকানের কর্মচারী মিঠু (১৯) দগ্ধ হন।

স্থানীয়দের ভাষ্যমতে, দোকান মালিক সোহরাব হোসেন বাচ্চুর শরীরের অন্তত চল্লিশ ভাগ আগুনে ঝলসে গেছে। তাকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকেও চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই দোকানে দূর্ঘটনাবশত আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। এতে কয়েকজন আহত হয়েছেন এবং দোকানের কিছু ক্ষতি হয়েছে।

  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে