সুজানগরে বালু বোঝাই ৭০টি গাড়ি জব্দ, মামলা ও জরিমানা আদায়

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১; সময়: ৭:৫৯ অপরাহ্ণ |
সুজানগরে বালু বোঝাই ৭০টি গাড়ি জব্দ, মামলা ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে দুই দিনে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ ৭০টির বেশি গাড়ি জব্দ করেছে পুলিশ। রবিবার ও শনিবারে উপজেলার সাতবাড়ীয়া সংলগ্ন পদ্মা নদীর চরসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এসকল গাড়ি জব্দ করে থানা পুলিশ।

এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোহাম্মদ শাহীন আলী, খোকন প্রাং, মুক্তার খান, মালেক খান, সুমন প্রাং, আচ্চু ও হেলাল উদ্দিন।

এদের মধ্যে মালেক খান, সুমন প্রাং,আচ্চু ও হেলাল উদ্দিনকে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অপর তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান স্যারের কঠোর নির্দেশনা অনুযায়ী, গত কয়েকদিনে ৭০টির অধিক অবৈধ বালু বোঝাই ট্রাক, ড্রামট্রাক, হ্যারো জব্দ করার পাশাপাশি সুজানগরের পদ্মা নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে জড়িতদের আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে