কর্ণহার থানা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১; সময়: ১০:০৩ অপরাহ্ণ |
কর্ণহার থানা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চলমান লকডাউনে করোনা মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানার পুলিশ সদস্যরা। মানুষকে ঘরে রাখতে মাইকিং, বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কে যান চলাচল সীমিত রাখতে বসানো হয়েছে চেক পোস্ট।

করোনা মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নানাবিধ পরামর্শ দিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। এছাড়াও একাধিক হাট-বাজারে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন এই থানার পুলিশ সদস্যরা।

কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে ব্যক্তিগত ও সরকারি সহায়তায় অসহায়, কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন তারা। কখনো তালিকা করে থানায় ডেকে খাবার সামগ্রী তুলে দিচ্ছেন। আবার বাড়ি গিয়েও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আনেয়ার আলী তুহিন বলেন, করোনা মহামারিতে অনেক খেটে খাওয়া অসহায় দিনমজুর মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। যতটুকু সম্ভব শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে। করোনা মোকাবেলায় আমরা আরএমপি কর্ণহার থানার পুলিশ কর্মকতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে