পাবনায় অসহায়দের ভাতার ব্যবস্থা করতে তৎপর ছাত্রলীগ নেতা সোহাগ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১; সময়: ৯:৩৫ অপরাহ্ণ |
পাবনায় অসহায়দের ভাতার ব্যবস্থা করতে তৎপর ছাত্রলীগ নেতা সোহাগ

নিজস্ব প্রতিবেদক : সরকার অসহায় ও অস্বচ্ছল পরিবারের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার মত বিভিন্ন ভাতা চালু রেখেছে। কার্ডের মাধ্যমে এসকল ভাতার টাকা পৌঁছে যায় উপকারভোগীদের মাঝে। তবে অনেক অস্বচ্ছল ও অসহায় মানুষ সেসকল ভাতার কার্ড নিজের নামে করিয়ে নিতে পারেন না। ফলে সরকারের এই আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হন তারা।

করোনাকালীন দুর্যোগে সরকার নির্ধারিত টাকা এরকম অসহায় ও অস্বচ্ছল মানুষদের পাইয়ে দিতে কাজ করছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি পাবনার সন্তান মোঃ হাসানুজ্জামান সোহাগ।

পাবনার জেলার বেড়া উপজেলার নগরবাড়ী, রঘুনাথপুর, গণপতদিয়া, মুন্সিগঞ্জ ও রানীনগর গ্রামের অস্বচ্ছল-গরিব মানুষদের এসকল কার্ড করে দেয়ার জন্য কাজ করছেন তিনি। এরই অংশ হিসেবে রোববার ৫০ জনের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নামের তালিকা বেড়া উপজেলা সমাজসেবা অফিসার মো. মোতালেব সরকারের হাতে তুলে দেন তিনি।

এ বিষয় বেড়া উপজেলা সমাজসেবা অফিসার মো. মোতালেব সরকার বলেন, হাসানুজ্জামান সোহাগের সাথে আমার অনেক দিনের পরিচয়। আমার অনেক কাছের ছোট ভাই সে। তার দেয়া তালিকায় যাদের নাম রয়েছে, তারা সবাই অস্বচ্ছল ও নদী ভাঙ্গনের শিকার। তাদের সবাইকে বয়স্ক ভাতা কার্ড, বিধবা কার্ড ও করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে হাসানুজ্জামান সোহাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছলদের জন্য যে টাকা বরাদ্দ করেছেন, তা যেন তারা কোনো প্রকার হয়রানি ছাড়াই পেতে পারেন, সে জন্য আমি খুঁজে খুঁজে তাদের তালিকা করে জমা দিলাম। মানুষের জন্য এ রকম সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে