রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ৩১ হাজার ছাড়াল

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১; সময়: ১:৪৮ পূর্বাহ্ণ |
রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ৩১ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৯৪ জনে। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন তিনজন। এর মধ্যে বগুড়া জেলার দুজন ও নওগাঁর একজন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৬৬।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, এ পর্যন্ত বিভাগের ৮ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ১৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় ৪৬, রাজশাহীতে ২৮, সিরাজগঞ্জে ২১, পাবনায় ২০, নাটোরে ৬ ও জয়পুরহাটে ৪, নওগাঁয় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এদিন চাঁপাইনবাবগঞ্জের কেউ শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৬৬ জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২৮৭ জন মারা গেছেন শুধু বগুড়া জেলায়। রাজশাহীতে ৬৭, নওগাঁয় ৩৩, সিরাজগঞ্জে ২৩, নাটোরে ১৭, চাঁপাইনবাবগঞ্জে ১৫, পাবনায় ১৩ ও জয়পুরহাটে ১১ জন মারা গেছেন।

  • 116
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে