তানোরে এতিম শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান করলেন ইউএনও

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১; সময়: ৮:৪৮ অপরাহ্ণ |
তানোরে এতিম শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদান করলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা ১১টার তিনি তানোর সদরের ইসলাহিয়াহ শিশু সদন (সিন্দুকাই এতিমখানা) সরেজমিনে গিয়ে এতিম শিশুদের হাতে বিভিন্ন প্রকার পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেন।

এসময় তার সাথে ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্ত (টিএইচও) ডাক্তার রোজিআরা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সকল এতিম শিশু (প্রায় ৩০জন) ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা গেছে, ২৪ এপ্রিল থেকে সারাদেশে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের উদ্যোগে এই প্রথমবারের মত সরকারীভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী পেল এতিম শিশুরা।

তানোর পৌর সদর (সিন্দুকাই এতিমখানা) ইসলাহিয়াহ শিশু সদনটি ১৯৮৮ সালে স্থাপিত হয়ে বিদেশী সাহায্য সহযোগিতায় পরিচালিত হয়ে আসছিলো। দীর্ঘদিন ধরে বিদেশী সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ায় ওই শিশু সদনের ১৪ জন শিশুকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে এবং বাকি প্রায় ১৬ থেকে ১৮জন এতিম শিশু স্থানীয় ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় চলছে।

এ বিষয়ে তানোর ইসলাহিয়াহ শিশু সদনের (সিন্দুকাই এতিমখানা) ম্যানেজিং কমিটির সভাপতি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের সাহায্য সহযোগিতায় অর্ধেক এবং সরকারী সহযোগিতার (সমাজ সেবা অধিদপ্তর) মাধ্যমে এতিম খানাটি চলছে। বর্তমানে আবাসন সমস্যাসহ নানা সমস্যা রয়েছে। কোমলমতি এতিম শিশুদের সাহায্য-সহযোগিতার জন্য সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে