আবারও হাসপাতালে খালেদা জিয়া

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১; সময়: ১০:২৪ অপরাহ্ণ |
আবারও হাসপাতালে খালেদা জিয়া

পদ্মাটাইমস ডেস্ক : করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করাতে নেওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বেগম জিয়ার গাড়িবহর হাসপাতালের দিকে রওয়ানা দেন।

রাত ১০ টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। দ্বিতীয়বারের মতো সিটি স্ক্যান করার জন্য করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেয়া হয়েছিল একই হাসপাতালে।

গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজেটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, করোনার কোন উপসর্গ নেই তার। এরপর গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে বেগম জিয়ার।

এদিকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে দুইবছরের বেশি সময় কারাভোগ করেন তিনি। অসুস্থতা ও করোনা বেড়ে যাওয়ায় পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় দুই শর্তে সরকার নির্দিষ্ট মেয়াদে তার সাজা স্থগিত করে গত বছরের ২৫ মার্চ মুক্তি দেয় বিএনপি চেয়ারপারনকে। সেই সাজা স্থগিতাদেশের মেয়াদ সর্বমোট তিনদফা বাড়ানো হয় সরকারের নির্বাহী আদেশে।

  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে