পুঠিয়ায় খুশির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১; সময়: ৭:৩৩ অপরাহ্ণ |
পুঠিয়ায় খুশির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় গন্ডগোহালীতে খোরশেদ আলম খুশি নামের এক লোকের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ। ফলে তার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। বুধবার বেলা ১১টার দিকে গন্ডগোহালী পশ্চিমপাড়া মসজিদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক শিক্ষক নিজাম উদ্দিন, দুলাল হোসেন, মিজানুর রহমান, দেলুয়ার হোসেন, আব্দুল হাই, আব্দুল মজিদ, বেলাল হোসেন, আব্দুল মান্নান, কামাল হোসেন, আইয়ুব আলী, আরিফ হোসেন, শফিকুল ইসলাম, ঝাটু মিয়া, আবু কালামসহ গ্রামের সকল নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

খোরশেদ আলম খুশির বিচার দাবি করে নিজাম উদ্দিন, দুলাল হোসেনসহ গ্রামের আরও অনেকে মানববন্ধনে বক্তব্য রাখেন।

গ্রামবাসী জানান, প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে খোরশেদ আলাম খুশি এলাকায় মানুষের বাড়িতে রাতের বেলায় জানালা দিয়ে উঁকি দেওয়া, ভিতরে হাত চালিয়ে দেওয়াসহ বিভিন্ন অসামাজিক কাজ করে আসছেন।
তার বিষয়ে কয়েকবার বিচার-শালিশ করেও কোন লাভ হয়নি। গত ৮ এপ্রিল রাত ১১টার দিকে ওই গ্রামের মিজানুরের বাড়িতে উঁকি দেওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন। সে সময় পরিহিত লুঙ্গী ও স্যান্ডেল ফেলে রেখে উলঙ্গ অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন খুশি।

এ ব্যাপারে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে ৮ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ জমা দেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোরওয়ার্দী হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছেন গ্রামবাসী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • 115
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে