সুজানগরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১; সময়: ৯:১৪ অপরাহ্ণ |
সুজানগরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরের কৃষকদের মাঝে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার সাতবাড়ীয়া গ্রামের কৃষক জুয়েল রানা ও শ্রীপুর গ্রামের কৃষক আব্দুল আলীমের মাঝে এ কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়।

মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ যন্ত্র বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার ও পৌর কাউন্সিলর জায়দুল হক জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ১ ঘন্টায় প্রায় ১০০ শতাংশ জমির ধান-গম কেটে মাড়াই, ঝাড়াই করে বস্তাবন্দি করা যায়। আর এতে ডিজেল খরচ হয় মাত্র ৮ থেকে ১০ লিটার। শুকনো ও কাঁদা উভয় জমিতেই চালানো উপযোগী এই মেশিনের মাধ্যমে শুয়ে পড়া ধানও সহজেই কাটা যায়।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে