মহাদেবপুরে কৃষকদের বোরো ধান ক্রয়ের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১; সময়: ৯:৩৫ অপরাহ্ণ |
মহাদেবপুরে কৃষকদের বোরো ধান ক্রয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বোরো ধান সংগ্রহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় সারা দেশের ন্যায় মহাদেবপুর উপজেলায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বোরো সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংগ্রহ কমিটির সভাপতি মিজানুর রহমান মিলন, খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিষবাথান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাতাজি হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার প্রমুখ।

ভিডিও কনফারেন্স শেষে মহাদেবপুর সদর খাদ্য গুদামে ফিতা কেটে বোরো ক্রয়ের উদ্বোধন করেন ইউএনও।

জানা যায়, এবার উপজেলার তিনটি খাদ্য গুদামের মাধ্যমে ২৭ টাকা কেজি দরে তিন হাজার ৮৮৩ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলে।

চলতি বোরো মৌসুমে ১০৮০ টাকা মণ ধান, ৪০ টাকা কেজি দরে চাল কিনবে সরকার। এ দরে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে