জয়পুরহাটে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১; সময়: ৮:৪৮ অপরাহ্ণ |
জয়পুরহাটে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রামপুরা গ্রামের আজাহার আলী নামের এক গরিব কৃষকের দুই বিঘা জমির পাকাধান রোজা রেখেই কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন তারা।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের পলাশ কুমার ঘোষের নেতৃত্বে অসহায় এই কৃষকের ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাফিজ হোসেন, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নিলয়, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিন আহম্মেদসহ অনেকেই।

কৃষক আজাহার আলী বলেন, আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের নেতারা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে দিয়ে গেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ বলেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তাই উপজেলার গরিব কৃষকদের ধান কাটা কাজে সহযোগিতা করতে উপজেলা ছাত্রলীগ একটি টিম গঠন করেছে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে