চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে ৪ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১; সময়: ১০:৩২ অপরাহ্ণ |
চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে ৪ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জায়গায় বালু মজুদকরণের দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ৪ বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে জব্ধ করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বালু।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জোতপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অর্থদন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ীরা হলেন- ওই এলাকার জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলী, শুকুর আলী ও ফখরুল ইসলাম ফকু। একই সাথে এক বালু শ্রমিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চৌহালী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আলতাফ হোসেন জানান, জোতপাড়া বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল স্থানীয় একটি চক্র। বৃহস্পতিবার দুপুরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বালু উত্তোলনে জড়িত চারজনকে এবং একজন শ্রমিককে আটক করে তাদের দুই লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এছাড়া সরকারি জায়গায় বালু রাখার দায়ে প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে