মুন্ডুমালায় ২০০ জন ঈমাম পেলে মেয়রের ঈদ উপহার

প্রকাশিত: মে ৪, ২০২১; সময়: ৯:৫৫ অপরাহ্ণ |
মুন্ডুমালায় ২০০ জন ঈমাম পেলে মেয়রের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ১০২টি মসজিদের ঈমাম-মোয়াজ্জিনকে নিয়ে ইফতার মাহফিল করেছেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।

মঙ্গলবার সন্ধায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে মেয়র সাইদুর রহমানের ব্যক্তি উদ্যোগে প্রায় ২০০ জন ইমাম-মোয়াজ্জিনকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রির মধ্যে ছিল- একটি লুঙ্গি, সেমাই, চিনি, আতপ চাল, খেজুর ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, ২নং প্যানেল মেয়র আতিকুর রহমান, কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, সমাজসেবক আব্দুল লতিব সরদার, হেলাল উদ্দিন, মুন্ডুমালা ক্বওয়ামী মাদরাসার প্রধান মাওলানা রুহুল আমিন প্রমুখ।

এর আগে মঙ্গলবার সকালে মুন্ডুমালা পৌরসভায় এলাকার প্রায় ৩০০ জন দুস্থ অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জিআরপির বরাদ্দ জন প্রতি ৫০০ টাকা করে প্রদান করেন মেয়র সাইদুর রহমান।

  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে