আরও দুই হাজার মাস্ক বিতরণ করলেন সাবেক ছাত্রমৈত্রীর নেতারা

প্রকাশিত: মে ৫, ২০২১; সময়: ৯:২৬ অপরাহ্ণ |
আরও দুই হাজার মাস্ক বিতরণ করলেন সাবেক ছাত্রমৈত্রীর নেতারা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে করোনা মহামারির দ্বিতীয় ধাপ মোকাবিলায় সাধারণ মানুষের মাঝে আরও দুই হাজার পিস মাস্ক বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা ও মহানগরের সাবেক নেতারা। বুধবার (৫ মে) সকালে রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রমৈত্রী নেতা দেবাশিষ প্রামানিক দেবু, গফুর আলী, সেলিম মনোয়ার, নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, সাবেক ছাত্রমৈত্রী নেতা মনিরুদ্দীন পান্না, রায়হান হালিম, নাজমুল করিম অপু, মতিউর রহমান, সাঈদ চৌধুরী, অন্তর, ওহিদুর রহমান প্রমুখ।

সাবেক ছাত্রমৈত্রী নেতা সেলিম মনোয়ার, রায়হান হালিম, আশরাফুল হক তোতা, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, শামীম ইমতিয়াজ, মতিউর রহমান মতি, রেজাউল করিম, আরিফুল ইসলাম আরিফ, বিমান চক্রবর্তী, ওহিদুর রহমান ওহি প্রমুখ।

মাস্ক বিতরণের সময় দেবাশিষ প্রামানিক দেবু বলেন, ‘আমরা এখন সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই এখন বাঁচতে হলে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। করোনা থেকে রক্ষা পেতে হলে সবাইকে মাস্ক পরতে হবে। তাই ছাত্রমৈত্রীর সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আমরা সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করছি।

করোনাভাইরাসের মহামারীতে রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে ওয়ার্কার্স পাটি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রীসহ দলটির অন্যান্য বন্ধু সংগঠন। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নির্দেশনা মোতাবেক এর আগে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নেতারা।

  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে