তানোরে অসহায়দের মাঝে মাইক্রোচালক আলিমের ঈদ উপহার

প্রকাশিত: মে ৬, ২০২১; সময়: ১০:২০ অপরাহ্ণ |
তানোরে অসহায়দের মাঝে মাইক্রোচালক আলিমের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহী তানোরে করোনা মহামারীতে গ্রামের কর্মহীন অসহায় দরিদ্রদের ঈদ উপহার প্রদান করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন মাইক্রোচালক উদীয়মান তরুন নেতা আবুল আলিম।

তানোর উপজেলার সরনজাই ইউপির ৩ নং ওয়ার্ড এলাকার প্রায় ২ শতাধিক নারী-পুরুষের মাঝে লুঙ্গী, শাড়ী, থ্রিপিস-সহ সেমাই চিনি ও আতপ চাল বিতরণ করেছেন তিনি। এর আগে তিনি চলাচলের অযোগ্য গ্রামের মাটির রাস্তাগুলোতে মাটি ফেলে সংস্কার করেছেন নিজ তহবিল থেকে।

এ নিয়ে উদীমান সমাজ সেবক গাড়ী চালক আব্দুল আলিম বলেন, ছোট থেকেই স্বপ্ন দেখতাম অসহায় মানুষের কল্যানে কাজ করার। আমি গাড়ী চালিয়ে যা আয় করি তার একটা অংশ জমা করে রাখতাম দরিদ্র জনগনের জন্য কিছু করার। বর্তমানে করোনা মহামারীতে গ্রামান্চলের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য আনন্দে ঈদ উদযাপন করা কঠিন ব্যাপার হয়ে দাড়িয়েছে। মহান আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন বলেই আমি আমার সাধ্যমত সহায়তা করছি। অসহায়দের পাশে দাঁড়িয়ে সহায়তা করার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

গ্রামের বিভিন্ন পেশার অসহায় দরিদ্র মানুষরা জানান, আলিম একজন গাড়ীচালক হয়ে সমাজের দরিদ্রদের পাশে দাঁড়িয়ে যেভাবে সাহায্য সহযোগিতাসহ চলাচলের মাটির রাস্তাগুলো সংস্কার করে উদাহরণ সৃষ্টি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সুখদেবপুর গ্রামের কয়েকজন বলেন, গত ২ দিন থেকে আলিম গ্রামের সাধারণ মানুষকে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, সেমাই চিনিসহ আতপ চাল প্রদান করেছেন। আলিমের এই ঈদ উপহার পেয়ে গ্রামের দরিদ্র মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে