সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

প্রকাশিত: মে ১৮, ২০২১; সময়: ৪:৪৫ অপরাহ্ণ |
সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : সচিবালয়ে দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

বিবৃতিতে তারা রোজিনার ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি, এই ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান। মঙ্গলবার দুপুরে সংগঠনের সভাপতি আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক রিজভী আহমেদ এক যৌথ বিবৃতি এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে সহজেই বোঝা যায় যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরেই তাঁর সাথে এই অন্যায় আচরণ করা হয়েছে। রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিলেন তাঁর কর্মরত গণমাধ্যমে।

এতে আরও বলা হয়, তাঁর সাথে সচিবালয়ে ঘটে যাওয়া এই ঘটনা যে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ তা একেবারে দিবালোকের মতো স্পষ্ট। সরকারি আমলা থেকে শুরু করে ক্ষমতাসীনরা নিজেদের অপকর্ম ঢাকতে বরাবরই গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করতে চায়। কিন্তু হামলা, নির্যাতন কিংবা হেনস্থা করে সাংবাদিকদের কণ্ঠস্বর দমিয়ে রাখা সম্ভব নয়।

বিবৃতিতে তারা আরো বলেন, আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক সময়গুলোতে সাংবাদিক নির্যাতন বা হেনস্তার মতো ঘটনাগুলো দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যা গণমাধ্যমের স্বাধীনতা হরণের পাঁয়তারা বলে মনে করছি। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। সাংবাদিক রোজিনা ইসলামসহ সকল সাংবাদিকের জন্য নির্বিঘ্নে কাজ পরিচালনা করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে