তাপমাত্রা কমলেও গরম কমেনি

প্রকাশিত: মে ১৯, ২০২১; সময়: ১১:২৬ অপরাহ্ণ |
তাপমাত্রা কমলেও গরম কমেনি

পদ্মাটাইমস ডেস্ক : দুই দিনের বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহের মাত্রা কমলেও গরম কমেনি। বাতাসের প্রবাহ কমায় এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই অবস্থা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (১৯ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কম। এছাড়া তাপপ্রবাহের ব্যাপ্তিও কমেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিমি, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমিতে উঠে যেতে পারে। আগামী দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

বুধবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়। র্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে, ৩৭ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২ মিলিমিটার ও ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে